ক্রমাগত রাজ্যজুড়ে মারাত্মক আকার ধারণ করছে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে ফের ৪ শিশুর মৃত্যু হল কলকাতার দু’টি সরকারি হাসপাতালে। জানা যাচ্ছে, বি সি রায় শিশু হাসপাতালে ২ জন ও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ শিশুর মৃত্যু হয়েছে।
সূত্রে খবর, মৃত ৪টি শিশুই আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন জেলা থেকে রেফার হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি হয়েছিল। বি সি রায় হাসপাতালে মৃত ২টি শিশুর মধ্যে এক জনের বয়স ছিল চার বছর ও অপর জনের বয়স ছিল মাত্র ৫ দিন। যথাক্রমে বারাসাত ও গোবরডাঙা থেকে তাদের রেফার করা হয়েছিল কলকাতার হাসপাতালে।
অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজে মৃত ২টি শিশুর মধ্যে এক জনের বয়স ছিল ৭ দিন ও অন্যজনের ২২ দিন। মারাত্মক শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তারা রেফার হয়ে এসেছিল কলকাতায়। কিন্তু চিকিৎসকদের হাজার চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি।