মধ্যবিত্তের পকেটে টান! ফের এক লাফে অনেকটাই বাড়ল রান্নার গ্যাসের দাম। মঙ্গলবার মধ্যরাত থেকে ১৪.২ কেজির বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা করে। এর ফলে বুধবার সকাল থেকে শহর কলকাতায় একটি ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার কিনতে এবার খরচ করতে হবে ১ হাজার ১২৯ টাকা।
শুধুমাত্র বাড়িতে ব্যবহৃত গ্যাস নয়, দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেরও। একটি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫০ টাকা করে বাড়ানো হয়েছে। কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য পয়লা মার্চ থেকে হল ২ হাজার ২২১.৫০ টাকা।
প্রসঙ্গত, গত বছরের ৬ জুলাই শেষবারের মতো বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছিল মোদি সরকার। মার্চ মাসের প্রথম দিনেই মোদি সরকারের এই ঘোষণায় স্বাভাবিক ভাবেই কার্যত নাভিশ্বাস ওঠার যোগাড় গৃহস্থ থেকে ব্যবসায়ী সকলেরই।