Sambad Samakal

Naosad Siddique: আজও মিললনা জামিন, মামলার শুনানিতে কী জানাল হাইকোর্ট?

Mar 1, 2023 @ 3:50 pm
Naosad Siddique: আজও মিললনা জামিন, মামলার শুনানিতে কী জানাল হাইকোর্ট?

কলকাতার ধর্মতলা ও ভাঙড়ের হাতিশালায় অশান্তির ঘটনায় গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। জামিনের আবেদন নিয়ে তাঁর আইনজীবীরা কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন। এদিন বিচারপতি জয়মাল্য বাগচী ও অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ, সেই আর্জি খারিজ করে দিল। ফলে আপাতত জেলেই থাকতে হবে নওশাদকে।

অন্যদিকে, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এদিন এই বিষয়েই পৃথক একটি মামলার শুনানি হয়। সেখানে বিচারপতির কড়া প্রশ্নবাণের মুখোমুখি হন রাজ্য সরকারের আইনজীবী। বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ সকলের অপরাধ প্রমাণ করার মতো ভিডিও ফুটেজ আদৌ পুলিশের কাছে আছে কিনা, সেই নিয়েই প্রশ্ন তোলেন বিচারপতি। এমনকী ঘটনার দিন ধর্মতলায় বিধায়ক নওশাদ সিদ্দিকির ভাষণ নিজের ল্যাপটপে চালিয়ে শুনে, বিচারপতি বসাক প্রশ্ন করেন, “পুলিশের ওপর আক্রমণ করার কথা এখানে কোথায় রয়েছে?”

Related Articles