নিয়োগ দুর্নীতি মামলায় আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা। এবার তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে লক্ষ লক্ষ নগদ টাকা ও সোনা উদ্ধার করল ইডি। বুধবার দুপুরে এস পি সিনহার সন্তোষপুরের ফ্ল্যাটে যান ইডির বিশেষ দল।
জানা যাচ্ছে, ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লক্ষ নগদ টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা। এরসঙ্গেই উদ্ধার হয়েছে প্রায় দেড় কেজি সোনা। অন্যদিকে, এক হাজার জন পরীক্ষার্থীর নামের তালিকাও পাওয়া গিয়েছে এস পি সিনহার ফ্ল্যাট থেকে। নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে ওই চাকরিপ্রার্থীদের এস পি সিনহা কোনও বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছিলেন কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।