এবার ইডির সঙ্গে দিল্লি যেতেই হবে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। বৃহস্পতিবার এবিষয়ে সবুজ সঙ্কেত দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ইডির কাছ থেকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ পাওয়ার পর বিশেষ সিবিআই আদালতে সেই আবেদন করেছিল আসানসোল জেলা সংশোধনাগার। এদিন তাতে সায় দিয়েছেন বিচারক। ফলে গরু পাচার মামলায় জেরার জন্য অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে আর কোনও বাধা রইল না ইডি কর্তাদের। সূত্রের খবর, আগামী কাল, শুক্রবারই অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি উড়ে যেতে পারেন ইডি কর্তারা।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>