Sambad Samakal

Mamata: অ্যাডিনো মোকাবিলায় কী ব্যবস্থা? কী জানালেন মুখ্যমন্ত্রী?

Mar 2, 2023 @ 4:51 pm
Mamata: অ্যাডিনো মোকাবিলায় কী ব্যবস্থা? কী জানালেন মুখ্যমন্ত্রী?

অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় প্রস্তুত রাজ্য। বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যবাসীকে আশ্বস্ত করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ৫০০০ বেড ও ৬০০ শিশু চিকিৎসক তৈরি রয়েছেন। ফলে পরিস্থিতি জটিল হলেও রাজ্য তা মোকাবিলা করতে পারবে। তবে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্যে এপর্যন্ত অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে দুই শিশুর।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, এখনও পর্যন্ত জ্বর-সর্দি নিয়ে হাসপাতালে ভরতি থাকা ১২ টি শিশুর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের শরীরে অ্যাডিনোর অস্বিত্ব মিলেছে। বাকি ১০ শিশুর কো-মর্বিডিটি ছিল। যার জেরে মৃত্যু। পাশাপাশি মায়েদের আরও যত্নবান হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। শিশুর সামান্যতম কোনও সমস্যা হলেই তা চিকিৎসকের নজরে আনার কথা বলেন মমতা। মুখ্যমন্ত্রী এদিন মনে করিয়ে দেন, ঋতু পরিবর্তনের এই সময় “সিজিনাল” কিছু ভাইরাস সক্রিয় থাকে। তাই জ্বর বা সর্দি হলেই তা অ্যাডিনো বলে ভাবা ঠিক নয়। এক্ষেত্রে সংবাদ মাধ্যমের একাংশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন মমতা। বলেন, “পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিন্তু এমনভাবে প্রচার করা হচ্ছে যার জন্য ভাবছিলাম যে, প্রাথমিক স্কুল ছুটি দিতে হবে কি না। কিন্তু আদতে বিষয়টা সেরকম নয়। অনেক বাচ্চাদের অনেক রকম সমস্যা থাকে। তার সঙ্গে অ্যাডিনোর সম্পর্ক নেই।” তবে পাশাপাশি বারবারই সাবধানতা অবলম্বনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজন ছাড়া সদ্যোজাত থেকে ২ বছর বয়সী শিশুদের ঘর থেকে বের না করার পরামর্শও দেন তিনি।

Related Articles