মোবাইলের চার্জার বিস্ফোরণের জেরে আগুন লাগল চলন্ত ট্রেনে। ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত বড় কোনও ক্ষতির খবর মেলেনি।
বৃহস্পতিবার ১২৮৭২ টিটলাগড় হাওড়া ইস্পাত এক্সপ্রেস তখন ঝাড়গ্রাম ছেড়ে খড়গপুরের দিকে রওনা হয়েছে। বাঁশতলা স্টেশনের কাছে D7 কামরায় আচমকাই এক যাত্রীর মোবাইলের চার্জার তীব্র শব্দে ফেটে যায়। আগুন লেগে যায়। ঘটনায় আতঙ্কে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা।