উপনির্বাচনে ধাক্কা খেল রাজ্যের শাসকদল। সাগরদিঘিতে হাতছাড়া হল তৃণমূলের। বিপুল ভোটে জয়ী হলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। বৃহস্পতিবার ১৬ রাউন্ড গণনা শেষে বায়রন বিশ্বাসকে জয়ী ঘোষণা করা হয়। গণনার প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন বায়রন। বেলা গড়াতে জয়ের ইঙ্গিত স্পষ্ট হতেই সাগরদিঘিতে উচ্ছ্বাস শুরু হয় বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>