Sambad Samakal

Weather Update: ভোট গননার উত্তাপ যেন ছড়িয়ে থাকবে বাতাসে

Mar 2, 2023 @ 9:51 am
Weather Update: ভোট গননার উত্তাপ যেন ছড়িয়ে থাকবে বাতাসে

তিন রাজ্যের ভোট গননার উত্তাপ যেন মহানগরের বাতাসেও। উত্তর-পূর্বের তিন রাজ্যের পাশাপাশি রাজ্যের সাগরদিঘি কেন্দ্রেও ভোট গননা চলছে। আর মেঘমুক্ত আকাশে যেন তারই উত্তাপ। বসন্তের মিঠে শীতানুভূতি আর অবশিষ্ট নেই মহানগরে।

আবহাওয়া দপ্তরের অনুসারে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৮ শতাংশ ও সব থেকে কম ৪২ শতাংশ থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

Related Articles