Sambad Samakal

Traffic Jam: বিশ্বের দ্বিতীয় যানজটপূর্ণ শহর ভারতে! জানেন কোনটি?

Mar 3, 2023 @ 10:29 pm
Traffic Jam: বিশ্বের দ্বিতীয় যানজটপূর্ণ শহর ভারতে! জানেন কোনটি?

দু’টি এলাকার মধ্যে দুরত্ব মাত্র ১০ কিলোমিটার। তবে মোটগাড়িতে এই সামান্য পথ অতিক্রম করতেই লেগে যায় প্রায় ২৯ মিনিট ১০ সেকেন্ড। না, ভিনদেশের কথা নয়। কথা হচ্ছে ভারতের অন্যতম মেট্রো শহর বেঙ্গালুরুর রাস্তা নিয়ে। সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল ডাচ লোকেশন টেকনোলজি সংস্থা ‘টমটম’।

ওই সংস্থার পক্ষ থেকে যানজট সংক্রান্ত একটি আন্তর্জাতিক সূচকও প্রকাশ করা হয়েছে। আর সেই তালিকা অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় সবথেকে বেশি যানজটপূর্ণ শহরের নাম হল বেঙ্গালুরু। এছাড়াও এই তালিকায় প্রথম ১০-এর মধ্যে রয়েছে আরও এক ভারতীয় শহর পুণে। দিল্লি ও মুম্বই রয়েছে ৩৪ ও ৪৭ তম স্থানে। তবে গোটা বিশ্বের মধ্যে লন্ডনের যানজট সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে। সেখানে ১০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগে গড়ে ৩৬ মিনিট ২০ সেকেন্ড।

Related Articles