Sambad Samakal

Shahrukh Khan: মধ্যরাতে পাঁচিল টপকে শাহরুখের বাড়িতে দু’ই যুবক! কী পরিকল্পনা ছিল?

Mar 3, 2023 @ 9:42 am
Shahrukh Khan: মধ্যরাতে পাঁচিল টপকে শাহরুখের বাড়িতে দু’ই যুবক! কী পরিকল্পনা ছিল?

বলি তারকা শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’এর পাঁচিল টপকে ঢুকে পড়ল দু’ই যুবক! বৃহস্পতিবার গভীর রাতের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বলি টাউনে। জানা যাচ্ছে, পাঁচিল টপকে ঢোকার পরে, বেশ কিছুক্ষণ ঘাপটি মেরে বসেও ছিলেন দু’ই যুবক। তবে সিসিটিভির দৌলতে নিরাপত্তাকর্মীদের নজরে পরে যায় তারা।

এরপরেই ওই দু’ই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও ধৃত যুবকদের দাবি, শাহরুখ খানের অন্ধভক্ত তারা৷ একবার যেন বাদশার সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হয়। যদিও শেষপর্যন্ত তাদের সেই ইচ্ছে-পূরণ হয়নি। আপাতত ঠাঁই হয়েছে শ্রীঘরেই।

Related Articles