Sambad Samakal

Mamata: মমতার পরিবারেও অ্যাডিনোর থাবা! কী পরামর্শ মুখ্যমন্ত্রীর?

Mar 6, 2023 @ 6:18 pm
Mamata: মমতার পরিবারেও অ্যাডিনোর থাবা! কী পরামর্শ মুখ্যমন্ত্রীর?

অ্যাডিনোভাইরাসের আশঙ্কায় রাজ্যজুড়ে ত্রস্ত সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে সকলকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্য বিধানসভায় তিনি বলেন, “আমার পরিবারের এক সদস্যও অ্যাডিনোভাইরাসে আক্রান্ত। আমি এসব প্রচার করে বেড়াই না। মনে হয়, কোভিডের পরে একটা রিঅ্যাকশান হচ্ছে। আতঙ্কিত না হয়ে, জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিন।”

এরসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, “এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে ১৩ জনের কোমর্বিডিটি ছিল। অ্যাডিনোভাইরাসের কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। ছোটদের আমি খুব ভালোবাসি। সকলকে বলব, আবার কিছুদিন অন্তত মাস্ক ব্যবহার করুন। প্রয়োজনে টেলিমেডিসিনে কথা বলুন। ১৩৮টি হাসপাতালে ২ হাজার ৪৮৬ শিশুদের আইসিইউ তৈরি রয়েছে, চিন্তার কোনও কারণ নেই।”

Related Articles