Sambad Samakal

Furfura Sharif: সংখ্যালঘু উন্নয়নে বিশেষ জোর! ফুরফুরা উন্নয়ন পর্ষদের নতুন দায়িত্বে এলেন কে?

Mar 7, 2023 @ 8:12 pm
Furfura Sharif: সংখ্যালঘু উন্নয়নে বিশেষ জোর! ফুরফুরা উন্নয়ন পর্ষদের নতুন দায়িত্বে এলেন কে?

সাগরদিঘি উপনির্বাচনে হার ও আইএসএফ বিধায়ক পিরজাদা নওশাদ সিদ্দিকির গ্রেফতারির কী প্রভাব পড়েছে রাজ্যের সংখ্যালঘু মানুষের ওপরে, তা জানতে ইতিমধ্যেই দলের বর্ষীয়ান সংখ্যালঘু নেতৃত্বকে দায়িত্ব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সংখ্যালঘু অধ্যুষিত ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের দায়িত্বেও রদবদল করলেন তিনি। এতদিন পর্যন্ত ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের দায়িত্বে ছিলেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম।

মঙ্গলবার জানা যাচ্ছে, ফিরহাদ হাকিমের স্থানে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে হুগলির বিধায়ক তপন দাশগুপ্তকে। ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে এখন থেকে কাজ করবেন তিনি। আর দায়িত্ব নেওয়ার পরেই, আগামীকাল তপন দাশগুপ্ত ফুরফুরা শরিফে যেতে চলেছেন বলে খবর। সমস্ত পিরজাদাদের সঙ্গে ফুরফুরা শরিফের উন্নয়নের বিষয়ে বৈঠক করবেন তিনি। যদিও সংবাদমাধ্যমের সামনে ফিরহাদ হাকিম দাবি করেছেন, বছর দু’য়েক আগেই তিনি ফুরফুরা উন্নয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছেন।

Related Articles