Sambad Samakal

Actor Dev: শুটিং করতে গিয়ে আহত দেব! কতটা গুরুতর চোখের আঘাত?

Mar 8, 2023 @ 9:27 am
Actor Dev: শুটিং করতে গিয়ে আহত দেব! কতটা গুরুতর চোখের আঘাত?

ওড়িশার বারিপোদায় এই মুহূর্তে নতুন ছবি ‘বাঘাযতীন’-এর শুটিং করছেন সাংসদ-অভিনেতা দেব। জানা যাচ্ছে, সেই শুটিং সেটেই আহত হয়েছেন এই তারকা অভিনেতা! তাঁর বাঁ চোখে চোট লেগেছে বলে খবর। এদিন দোল ও হোলির শুভেচ্ছা জানিয়েে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন দেব।

আর সেই ছবিতেই দেখা যাচ্ছে দেবের চোখে সাদা তুলো নিয়ে মোরা ব্যান্ডেজ। কিন্তু তার মধ্যেই বাঘাযতীন-এর সেটে দোল খেলা হয়েছে। আর সেই ছবিই পোস্ট করেছেন দেব। যদিও অভিনেতা নিজে চোখের চোট সম্পর্কে কোনও মন্তব্য করেননি।

Related Articles