রাজ্যজুড়ে অ্যাডিনোভাইরাসের আশঙ্কার মধ্যেই লাগাতার শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। জ্বর-শ্বাসকষ্ট সহ নিউমোনিয়ার একাধিক উপসর্গ নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন ও বি সি রায় শিশু হাসপাতালে ১ জনের মৃত্যু হল বুধবার। এতো রকমের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও শিশু মৃত্যুর ঘটনা আটকানো যাচ্ছেনা কেন, সেটাই এখন মূল চিন্তার বিষয়ে স্বাস্থ্য আধিকারিকদের।
এই পরিস্থিতিতে এদিন হাসপাতালগুলোর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে উপস্থিত হন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিরা। এমনকী বিভিন্ন ওয়ার্ডও ঘুরে দেখেন। জরুরি ভিত্তিতে কী কী করণীয় রয়েছে, সেই বিষয়ে সরকারকে রিপোর্ট জমা দেবেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা।