Sambad Samakal

Google Doodle: আন্তর্জাতিক নারী দিবসে কী বার্তা ফুটে উঠল গুগল ডুডলে?

Mar 8, 2023 @ 12:18 pm
Google Doodle: আন্তর্জাতিক নারী দিবসে কী বার্তা ফুটে উঠল গুগল ডুডলে?

বুধবার, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বজুড়ে নানান ধরনের উদযাপন চলছে। এর মধ্যেই বিশেষ ডুডলের মাধ্যমে নারী দিবসের শুভেচ্ছা বার্তা ফুটিয়ে তুলল গুগল। অ্যানিমেশনের মাধ্যমে ‘গুগল’-এর প্রতিটি অক্ষরে নারীর বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে।

কর্মরত মহিলাদের সঙ্গেই একজন সাধারণ মা কীভাবে নিজের সন্তানকে লালন করেন সেই ছবিও ফুটে উঠেছে অ্যানিমেশনের মাধ্যমে। মঞ্চে ভাষণরত ও অন্যদিকে প্রতিবাদমুখর নারীর ছবিও রয়েছে এদিনের বিশেষ ডুডলে। বিভিন্ন পেশার মহিলাদের অবস্থানকে কার্যত কুর্নিশ জানানো হয়েছে গুগলের পক্ষ থেকে।

Related Articles