Sambad Samakal

UNESCO: বাংলার শিক্ষাব্যবস্থার প্রশংসা করে চিঠি ইউনেস্কোর! কী পদক্ষেপ মুখ্যমন্ত্রীর?

Mar 8, 2023 @ 6:05 pm
UNESCO: বাংলার শিক্ষাব্যবস্থার প্রশংসা করে চিঠি ইউনেস্কোর! কী পদক্ষেপ মুখ্যমন্ত্রীর?

বর্তমানে বাংলার শিক্ষা পরিস্থিতি নিয়ে বিরোধীদের সমালোচনার শেষ নেই। কিন্তু তার মধ্যেই বাংলার শিক্ষাব্যবস্থার প্রশংসা করে সরকারকে চিঠি দিল ইউনেস্কো! এমনকী প্রাথমিক শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছেপ্রকাশও করেছে ইউনেস্কো অনুমোদিত একটি সংস্থা। আর এই চিঠি পেয়েই নড়েচড়ে বসেছে নবান্ন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দফতরের আধিকারিকদের দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন বলে খবর।

জানা যাচ্ছে, ইউনেস্কোর ‘ইন্সটিটিউট ফর লাইফ টাইম লার্নিং’ বাংলার শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায়। ‘ইন্সটিটিউট ফর লাইফ টাইম লার্নিং’ বিভিন্ন স্থানে শিক্ষাপ্রসারের কাজ করে থাকে। বিশেষত বিভিন্ন ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের কী প্রয়োজন, সেই বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ ও পরামর্শ দিয়ে থাকে তারা। নবান্ন সূত্রের খবর, চলতি সপ্তাহেই বৈঠক হতে পারে দু’পক্ষের মধ্যে।

Related Articles