Sambad Samakal

Coca-Cola: বিশ্বের এই দেশে নিষিদ্ধ কোকাকোলা! কেন জানেন?

Mar 9, 2023 @ 8:59 pm
Coca-Cola: বিশ্বের এই দেশে নিষিদ্ধ কোকাকোলা! কেন জানেন?

বিশ্বের সবথেকে জনপ্রিয় সফটড্রিংসগুলোর মধ্যে অন্যতম কোকাকোলা। গোটা বিশ্বজুড়েই ব্যবসা ছড়িয়ে রয়েছে এই মার্কিন সংস্থার। কিন্তু আমেরিকার পার্শ্ববর্তী দেশেই নিষিদ্ধ তাদের ব্যবসা! হ্যাঁ, ঠিকই শুনেছেন, কিউবা। যুক্তরাষ্ট্র থেকে মাত্র ১০৪ মাইল দূরে অবস্থিত হলেও, আনুষ্ঠানিক ভাবে এই দেশে বিক্রি হয়না কোকাকোলা।

অবাক করা তথ্য হল, ১৯০৬ সালে কিউবা থেকেই আন্তর্জাতিক ব্যবসা শুরু করেছিল কোকাকোলা। তবে ১৯৬০ সালে কিউবান বিপ্লব হওয়ার পরে কমিউনিস্ট রাষ্ট্রনেতা ফিদেল কাস্ত্রো কলকারখানার জাতীয়করণের সিদ্ধান্ত নেন। নিষিদ্ধ হয় সেদেশে থাকা সমস্ত বিদেশি, বিশেষ করে মার্কিন সংস্থাগুলি। সেই সময় থেকেই কিউবায় আনুষ্ঠানিক ভাবে চিরতরের জন্য বন্ধ হয়ে যায় কোকাকোলা বিক্রি।

Related Articles