Sambad Samakal

Germany: বন্দুকবাজের তাণ্ডব! রক্তাক্ত জার্মানির হামবুর্গ

Mar 10, 2023 @ 10:18 am
Germany: বন্দুকবাজের তাণ্ডব! রক্তাক্ত জার্মানির হামবুর্গ

ফের বন্দুকবাজের তাণ্ডবে রক্তাক্ত হল জার্মানির হামবুর্গ শহর। চার্চে গুলি চালনার ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। পাল্টা গুলিতে প্রাণ গিয়েচে বন্দুকবাজেরও। বৃহস্পতিবার গভীর রাতের এই ঘটনায় গুরুতর আহত আরও অনেকে। কেন এই হামলা, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

জানা যাচ্ছে, গ্রসবরস্টেল জেলার ডিলবোগেস্ট্রাসে চার্চে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেই সময়ে চার্চে প্রার্থনা করছিলেন অনেকেই। আচমকা এলোপাথাড়ি গুলিতে ৭ জনের মৃত্যু হয়। আরও ৮ জন গুরুতর সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Related Articles