বকেয়া ডিএ’র দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে সমস্ত সরকারি দফতরে ধর্মঘট ডাকা হয়েছে যৌথমঞ্চের পক্ষ থেকে। আর সেই ধর্মঘট রুখতে এদিন আরও কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। এদিন সকালে জানানো হয়েছে, সারাদিনে মোট ৪ বার কর্মচারীদের হাজিরা খতিয়ে দেখতে হবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের আধিকারিকদের। আর সেই রিপোর্ট পাঠাতে হবে নবান্নে।
এরসঙ্গেই নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সমস্ত কর্মীরা এদিন অনুপস্থিত থাকবেন, তাদের অনুপস্থিতির কারণও রিপোর্টে উল্লেখ করতে হবে। যদিও পাল্টা এই নির্দেশিকার বিরোধিতা করেছেন ধর্মঘটি সরকারি কর্মচারীদের যৌথমঞ্চ। তাদের দাবি, সকাল ১০.৪৫-এর পরে আর উপস্থিতির রেজিস্ট্রারে সই করার নিয়ম নেই। ধর্মঘটের সাফল্যকে খাটো করে দেখানোর জন্যই সরকারের পক্ষ থেকে এই বেআইনি নির্দেশিকা জারি করা হয়েছে।