Sambad Samakal

Adeno: অ্যাডিনো মোকাবিলায় টাস্ক ফোর্স নবান্নর, দায়িত্বে কারা?

Mar 11, 2023 @ 10:59 pm
Adeno: অ্যাডিনো মোকাবিলায় টাস্ক ফোর্স নবান্নর, দায়িত্বে কারা?

রাজ্যজুড়ে অব্যাহত অ্যাডিনো আতঙ্ক। এই পরিস্থিতিতে অ্যাডিনো ভাইরাস মোকাবিলায় এবার ৮ সদস্যের টাস্ক ফোর্স গঠন করল নবান্ন। টাস্ক ফোর্সের দায়িত্বে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা, স্বাস্থ্যসচিব, নারী ও শিশুকল্যাণ দফতরের প্রধান সচিব, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা। রয়েছেন চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়, গোপালকৃষ্ণ ঢালি। পরিস্থিতি মোকাবিলায় প্রতিদিন বৈঠক করবেন টাস্ক ফোর্সের সদস্যরা।

শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব জানিয়েছেন, ১১ হাজার আক্রান্তের মধ্যে রাজ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে অ্যাডিনো ভাইরাসে। তাঁদের মধ্যে আবার ১৩ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির কারণে। শতাংশের হিসেবে দেখলে অন্যান্য ক্ষেত্রেও এরকম হয়। যদিও বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হয়েছে ১৩৭ জন শিশুর। স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, “বিসি রায়ে রেফার হওয়া কমেছে। পরিস্থিতি অনেকেটাই স্বাভাবিকের পথে। আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’’

Related Articles