Sambad Samakal

Health Ministry: দেশজুড়ে ঊর্ধ্বমুখী ইনফ্লুয়েঞ্জা! রাজ্যগুলোকে সতর্ক করে কী জানাল কেন্দ্র?

Mar 11, 2023 @ 5:57 pm
Health Ministry: দেশজুড়ে ঊর্ধ্বমুখী ইনফ্লুয়েঞ্জা! রাজ্যগুলোকে সতর্ক করে কী জানাল কেন্দ্র?

পশ্চিমবঙ্গে জ্বর-সর্দি-শ্বাসকষ্টের মতো সমস্যা নিয়ে লাগাতার মৃত্যু হচ্ছে শিশুদের। কিছুক্ষেত্রে অ্যাডিনোভাইরাসের উপস্থিতির কথাও জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলোকে চিঠি দিয়ে সতর্ক করল স্বাস্থ্য মন্ত্রক। ওই চিঠিতে বলা হয়েছে, দেশজুড়ে বিভিন্ন প্রান্তে ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাল রোগের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

বিশেষ করে উল্লেখ করা হয়েছে, এইচ১এন১, এইচ৩এন২ ও অ্যাডিনোভাইরাসের কথা। ছোট শিশু ও বয়স্ক ব্যক্তিদের এই সংক্রমণ বেশি মাত্রায় হচ্ছে বলে জানানো হয়েছে। তাই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যের স্বাস্থ্য দফতরগুলির কাছে আবেদন জানানো হয়েছে। জ্বর-শ্বাসকষ্টের মতো সমস্যার চিকিৎসা সংক্রান্ত সমস্ত পরিকাঠামো তৈরি রাখার কথাও বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে।

Related Articles