মন্ত্রী পার্থ ভৌমিককে জেলে পোরার হুমকি দিয়ে বিপাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব পাশ হয়ে গেল রাজ্য বিধানসভায়। শুক্রবারই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস জমা দিয়েছিলেন রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক। এদিন বিধানসভার অধিবেশনে সেই প্রস্তাবটি পেশ করা হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাবটি অনুমোদন করে তা আলোচনা এবং তদন্তের জন্য স্বাধিকারভঙ্গের কমিটির কাছে পাঠিয়ে দিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই নিয়ে সপ্তমবার স্বাধিকারভঙ্গের নোটিস আনা হল বিধানসভায়।
উলেখ্য, শুক্রবার বিধানসভায় অধিবেশন চলাকালীন বিরোধী দলনেতা বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং বিশ্বজিৎ দাসের রাজনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করেন। সেই প্রসঙ্গেই মন্ত্রী শুভেন্দুর উদ্দেশে বলেন, ‘‘শিশিরবাবু এখন কোন দলে আছেন?’’ এরপরেই আচমকা মেজাজ হারিয়ে মন্ত্রী পার্থ ভৌমিককে একমাসের মধ্যে জেলে পোরার হুমকি দেন শুভেন্দু। ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি।
