Sambad Samakal

Tejashwi Yadav: বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী ও তাঁর বোনেদের বাড়ি থেকে উদ্ধার বিপুল সম্পত্তি!

Mar 11, 2023 @ 6:19 pm
Tejashwi Yadav: বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী ও তাঁর বোনেদের বাড়ি থেকে উদ্ধার বিপুল সম্পত্তি!

জমির বিনিময়ে রেলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের প্রায় গোটা পরিবারের বিরুদ্ধে তদন্ত নেমেছে দু’ই কেন্দ্রীয় এজেন্সি ইডি ও সিবিআই। শুক্রবার লালু-পুত্র বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, তাঁর তিন বোন রাগিনী, চন্দা ও হেমা যাদবের বাড়িতে অভিযান চালান ইডির তদন্তকারী আধিকারিকরা। আর সেই অভিযানেই নাকি উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সম্পত্তি!

ইডি সূত্রে খবর, লালু প্রসাদ যাদবের চার সন্তানের বাড়ি থেকে মোট ৭০ লক্ষ টাকা নগদ, ১.৫ কেজি সোনার গয়না, ৫৪০ গ্রামের সোনার ঝালর ও প্রায় ৯০০ মার্কিন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে। ওই সমস্ত সামগ্রীর কোনও বৈধ রসিদ বা নথি তাঁরা দেখাতে পারেননি বলে দাবি ইডির আধিকারিকদের।

Related Articles