Sambad Samakal

Anubrata: গরু পাচার কাণ্ডে ফের সুকন্যা মণ্ডল, মণীশ কোঠারিকে দিল্লিতে তলব ইডির, কবে?

Mar 12, 2023 @ 11:51 am
Anubrata: গরু পাচার কাণ্ডে ফের সুকন্যা মণ্ডল, মণীশ কোঠারিকে দিল্লিতে তলব ইডির, কবে?

গরু পাচার কাণ্ডে দিল্লিতে ইডির হেফাজতে রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার তাঁর কন্যা সুকন্যা মণ্ডল ও হিসাবরক্ষক মণীশ কোঠারিকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিতে ইডির সদর দফতরে তাদের তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। প্রয়োজনে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে।

ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহের মঙ্গলবার হিসাবরক্ষক মণীশ কোঠারি ও বুধবার সুকন্যা মণ্ডলকে হাজিরা দিতে বলা হয়েছে। সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত একাধিক নথিও সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে তাদের।

Related Articles