Sambad Samakal

Dairy: মূল্যবৃদ্ধির কোপ, কত টাকা বাড়ল দুধের দাম?

Mar 17, 2023 @ 12:08 am
Dairy: মূল্যবৃদ্ধির কোপ, কত টাকা বাড়ল দুধের দাম?

মূল্যবৃদ্ধির কোপ এবার বাংলা ডেয়ারির দুধেও। বৃহস্পতিবার থেকে বাড়ল বাংলা ডেয়ারি দুধের দাম। এদিনই বাংলা ডেয়ারির পক্ষে দুধের নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী, দুধের দাম লিটার প্রতি দুটাকা করে বেড়েছে। তবে রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের দাবি, লিটারে দুটাকা দাম বৃদ্ধির পরও সরকারি দুধের দাম বাজার চলতি অন্যান্য ব্র্যান্ডগুলোর তুলনায় লিটার পিছু ৮-১০ টাকা কমই রয়েছে।

এই দাম বৃদ্ধির ফলে বাংলা ডেয়ারির ডবল টোনড দুধের দাম লিটার পিছু বেড়ে হয়েছে ৪২ টাকা। ‘সুপ্রিম’ ব্রান্ডের দুধের নতুন দাম হয়েছে ৫২ টাকা। ‘প্রানসুধা’ গরুর দুধের দাম হয়েছে ৪৮ টাকা এবং লুজ ‘সুস্বাস্থ্য’ দুধের নতুন দাম হয়েছে ৩৬ টাকা।

প্রাণিসম্পদ বিকাশ দফতর সূত্রে খবর, ক্রমাগত মূল্যবৃদ্ধি হয়ে চলেছে সব জিনিসেরই। ফলে গো পালনের খরচও বেড়েছে কয়েক গুণ। পেট্রোল ডিজেলের লাগাম ছাড়া দামে বেড়েছে পরিবহন খরচও। তাই এবার বাংলা ডেয়ারি দুধের দামও বাড়াতে বাধ্য হল সরকার।

Related Articles