Sambad Samakal

Google Doodle: নোবেলজয়ী ডাঃ মারিও মোলিনার জন্মদিনে গুগলের বিশেষ ডুডল

Mar 19, 2023 @ 1:39 pm
Google Doodle: নোবেলজয়ী ডাঃ মারিও মোলিনার জন্মদিনে গুগলের বিশেষ ডুডল

বিশ্বের বিভিন্ন বিশেষ বিশেষ দিন উদযাপন করার জন্য ডুডল ব্যবহার করে থাকে সার্চ ইঞ্জিন গুগল। রবিবার গুগলের ডুডলে উদযাপিত হচ্ছে নোবেলজয়ী ডাঃ মারিও মোলিনার জন্মদিন। তাঁর ৮০তম জন্মবার্ষিকীতে বিশেষ আঙ্গিকে সুন্দরভাবে সেজে উঠেছে গুগলের ডুডল।

১৯৯৫ সালে ডাঃ মারিও মোলিনার ওজোন স্তরে একটি গর্ত আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। বিশ্ব উষ্ণায়নের কারণ শনাক্তকরণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। পৃথিবীর বায়ুমন্ডলে ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি-এর প্রভাব আবিস্কারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ডাঃ মারিও মোলিনা।

Related Articles