Sambad Samakal

Weather: মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? নিম্নমুখী তাপমাত্রার পারদ

Mar 20, 2023 @ 8:16 am
Weather: মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? নিম্নমুখী তাপমাত্রার পারদ

সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনের সকাল থেকেই মেঘাচ্ছন্ন শহর কলকাতার আকাশ। মাঝে মাঝে রোদের দেখা মিললেও সারাদিন মোটের ওপর মেঘলা পরিবেশই বজায় থাকবে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত এই একই রকমের আবহাওয়া বজায় থাকবে রাজ্যজুড়ে। এর ফলে এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে তাপমাত্রার পারদও।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯২ শতাংশ।

Related Articles