Sambad Samakal

Civic Volunteer: কী কী কাজ করতে পারে সিভিক ভলান্টিয়াররা? রাজ্যকে কী নির্দেশ হাইকোর্টের?

Mar 21, 2023 @ 6:15 pm
Civic Volunteer: কী কী কাজ করতে পারে সিভিক ভলান্টিয়াররা? রাজ্যকে কী নির্দেশ হাইকোর্টের?

পুলিশকে বিভিন্ন কাজে সাহায্য করার জন্য বাংলায় তৈরি করা হয়েছিল সিভিক ভলান্টিয়ারের পদ। তবে অপ্রশিক্ষিত এই বাহিনীর বিরুদ্ধে বারবারই একাধিক বেনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। মারধর, তোলাবাজি, গাড়ি থেকে টাকা তোলা সহ বিচিত্র সব অভিযোগে বারবার বিদ্ধ হতে হয়েছে এই সিভিক ভলান্টিয়ারদের। তাই এবার থেকে ঠিক কী কী কাজ করতে পারবে সিভিক ভলান্টিয়াররা, সেই বিষয়ে রাজ্য পুলিশকে গাইডলাইন তৈরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা, রাজ্যের আইজি(আইনশৃঙ্খলা)কে এই বিষয়ে গাইডলাইন চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন। আগামী ২৯ মার্চের মধ্যে আদালতে হলফনামা আকারে লিপিবদ্ধ গাইডলাইন জমা দিতে হবে রাজ্য পুলিশকে। বলা হয়েছে, আইন-শৃঙ্খলা জনিত কোনও কাজে যে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা হবেনা, সেই বিষয়টিও নিশ্চিত করতে হবে রাজ্যকে। প্রসঙ্গত, বেহালার সরশুনায় এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল দু’ই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। দীর্ঘদিন ওই যুবক বাড়ি না ফেরায় মামলা দায়ের হয় আদালতে। সেই মামলার শুনানিতেই এদিন বড় নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা।

Related Articles