Sambad Samakal

Mamata: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসছেন মমতা, আর কী জানালেন মুখ্যমন্ত্রী?

Mar 21, 2023 @ 1:47 pm
Mamata: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসছেন মমতা, আর কী জানালেন মুখ্যমন্ত্রী?

বাংলাকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লাগাতার সরব তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিসেবে ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার ভুবনেশ্বর উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আগামী ২৯ তারিখ দুপুর ১২টা থেকে ৩০ তারিখ সন্ধ্যা পর্যন্ত আমি ধর্নায় বসব আম্বেদকরের মূর্তির সামনে। বাংলাকে লাগাতার বঞ্চনা করা হচ্ছে। এবারের বাজেটে ১০০ দিনের কাজের জন্য একটাও টাকা দেওয়া হয়নি। আবাসন প্রকল্প, রাস্তার কাজের টাকা দেওয়া হচ্ছেনা। আমি নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করেছিলাম। কেন্দ্রের থেকে আমরা ১ লক্ষ ৫৫ হাজার কোটি টাকা পাই।”

এরসঙ্গেই মমতা আরও বলেন, “একনায়কের মত আচরণ করছে কেন্দ্র। বিজেপির কথায় টিম পাঠিয়ে দিচ্ছে। আর সিবিআই-ইডি লাগিয়ে দিচ্ছে। যেন মনে হচ্ছে বিজেপির নেতারা ইডি-সিবিআইকে পরিচালনা করছে। এভাবে দেশ চলতে পারেনা।”

Related Articles