Sambad Samakal

Firhad Hakim: রাজ্যে পুরসভায় নিয়োগ কীভাবে? কী জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম?

Mar 22, 2023 @ 6:20 pm
Firhad Hakim: রাজ্যে পুরসভায় নিয়োগ কীভাবে? কী জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম?

দিন কয়েক ধরেই শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গেই সামনে চলে এসেছে পুর নিয়োগে দুর্নীতির প্রসঙ্গও। সৌজন্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রেমোটার অয়ন শীল। এই পরিস্থিতিতে রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগের ক্ষেত্রে নয়া নিয়মের ঘোষণা করলেন কলকাতার মহা নাগরিক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “আমরা প্রস্তাব রেখেছি, এখন থেকে পুরসভাগুলিতে গ্রুপ ডি বা ওই ধরনের নিয়োগের ক্ষেত্রে জেলা শাসকের তত্ত্বাবধানে একটি কমিটি থাকবে। পুরো নিয়োগ প্রক্রিয়াটি তিনি প্রতিনিধির মাধ্যমে নজরদারি করবেন। বাকিটা হবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে।”

পুর নিয়োগে দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “আমরা দফতরের আধিকারিকদের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করতে রাখতে বলেছি। একটা তদন্ত হচ্ছে, আমরা’তো আর আগ বাড়িয়ে কিছু করতে পারিনা। আর কোর্টও আমাদের কিছু বলেনি৷ যে ভুয়ো নিয়োগ নিয়ে কথা হচ্ছে, সেই বিষয়ে আমাদের বিন্দুমাত্র কোনও ধারণা নেই।”

Related Articles