Sambad Samakal

Civic Volunteer: সিভিক ভলান্টিয়ারদের কাজ কী? আদালতের নির্দেশে প্রকাশিত নয়া গাইডলাইন

Mar 25, 2023 @ 9:19 am
Civic Volunteer: সিভিক ভলান্টিয়ারদের কাজ কী? আদালতের নির্দেশে প্রকাশিত নয়া গাইডলাইন

রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরে ২০১২ সাল থেকে পুলিশকে বিভিন্ন কাজে সাহায্য করার জন্য নিয়োগ করা হয়েছিল সিভিক ভলান্টিয়ারদের। সম্প্রতি একটি মামলার শুনানিতে সিভিক ভলান্টিয়ারদের কাজ সম্পর্কে গাইডলাইন প্রকাশ করার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর সেই নির্দেশ মেনেই শুক্রবার নয়া গাইডলাইন প্রকাশ করল রাজ্য পুলিশ।

নয়া গাইডলাইনে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা জনিত কোনও কাজে ব্যবহার করা হবেনা সিভিক ভলান্টিয়ারদের। মূলত ট্রাফিক ব্যবস্থা সামলানো, উৎসব-অনুষ্ঠানে ভিড় নিয়ন্ত্রণ, যত্রতত্র গাড়ি-বাইকের পার্কিং রোখার কাজে ব্যবহার করা হবে তাদের। প্রসঙ্গত, সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে বিভিন্ন সময়ে। তাই নির্দিষ্ট গাইডলাইনের বাইরে কোনও কাজ যেন তারা না করেন, সেই বিষয়টি নিশ্চিত করতে চাইছে আদালত। এই মুহূর্তে গোটা রাজ্যে ১ লক্ষ ৭ হাজার ১৫ জন সিভিক ভলান্টিয়ার রয়েছেন। যার মধ্যে কলকাতায় রয়েছেন প্রায় ৬ হাজার ৯৩২ জন।

Related Articles