Sambad Samakal

Tapas Roy: বাতিল হত শুভেন্দুর বিধায়ক পদ! বাঁচান মমতাই, বিস্ফোরক দাবি তাপসের

Mar 26, 2023 @ 3:12 pm
Tapas Roy: বাতিল হত শুভেন্দুর বিধায়ক পদ! বাঁচান মমতাই, বিস্ফোরক দাবি তাপসের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কার্যত বোমা ফাটালেন বরাহনগরের তৃণমূল বিধায়ক ও বিধানসভার মুখ্য সচেতক তাপস রায়। একটি দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে রাহুল গান্ধীর মতোই পরিস্থিতি হত শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই সেই সময়ে তাঁকে বাঁচিয়েছিলেন!

বিধায়ক তাপস রায় বলেন, “বিধানসভায় শুভেন্দুর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ এনেছিলাম। ঠিক মতো এগোলে ওঁর বিধায়ক পদই খারিজ হয়ে যেত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই সেই সময়ে নিষেধ করেছিলেন। বলেছিলেন ক্ষমা করে দিতে।”

প্রসঙ্গত, এর আগেও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাসপেনশন রোধ হয়েছিল। স্পিকারের কাছে শুভেন্দুর হয়ে ক্ষমা চেয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। প্রায় সেইরকমের ঘটনার কথাই এবার সর্বসমক্ষে প্রকাশ করে দিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়।

Related Articles