Sambad Samakal

Weather: মেঘলা আকাশ, বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা কোথায়?

Mar 27, 2023 @ 9:22 am
Weather: মেঘলা আকাশ, বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা কোথায়?

সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনের সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। বেলার দিকে রোদের তেজ কিছুটা বাড়লেও, একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, মূলত দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু’এক পশলা করে বৃষ্টিপাত হতে পারে। সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়াও। যদিও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায়, অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকবে।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৮ শতাংশ।

Related Articles