Sambad Samakal

Abhishek: হেফাজতে থাকাকালীন কুণাল-মদনকে কী বলেছিল কেন্দ্রীয় এজেন্সি? ফাঁস করলেন অভিষেক

Mar 29, 2023 @ 3:48 pm
Abhishek: হেফাজতে থাকাকালীন কুণাল-মদনকে কী বলেছিল কেন্দ্রীয় এজেন্সি? ফাঁস করলেন অভিষেক

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে শহিদমিনারের সমাবেশ থেকে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেফাজতে থাকাকালীন কুণাল ঘোষ, মদন মিত্রদের কী বলেছিল কেন্দ্রীয় এজেন্সি? এদিন ফাঁস করলেন অভিষেক।

তিনি বলেন, “আমাদের মঞ্চে মদনদা বসে আছে। কুণাল ঘোষ, মদন মিত্ররা হেফাজতে ছিল। সেই সময় ওঁদের বলেছিল, অভিষেকের নাম নাও, ছেড়ে দেব। আমার বিরুদ্ধে যদি কোনও দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ দিতে পারেন, এই শহিদ মিনার ময়দানে ফাঁসিতে ঝুলে যাব।”

Related Articles