Sambad Samakal

Kolkata: আজ শহরজুড়ে সমাবেশ-মিছিল-ধর্না, তীব্র যানজটের আশঙ্কা, এড়িয়ে যাবেন কোন কোন রাস্তা?

Mar 29, 2023 @ 10:13 am
Kolkata: আজ শহরজুড়ে সমাবেশ-মিছিল-ধর্না, তীব্র যানজটের আশঙ্কা, এড়িয়ে যাবেন কোন কোন রাস্তা?

বুধবারের শহর কলকাতা যেন মিছিল নগরী। শহরজুড়ে তৃণমূল, বাম-কংগ্রেস ও বিজেপির একাধিক কর্মসূচী রয়েছে। এদিন দুপুর ১২টা থেকে রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় বসছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোয় শহীদমিনারে ছাত্র-যুব সমাবেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুরেই রামলীলা পার্ক থেকে লেনিন মূর্তি পর্যন্ত মিছিল রয়েছে বাম-কংগ্রেসের। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সমাবেশ রয়েছে বিজেপির।

ফলে মোটের ওপর মধ্য ও উত্তর কলকাতার একাধিক রাস্তা কার্যত অবরুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এদিন। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ধর্মতলা, রানী রাসমনি রোড, রেড রোড, সিআর অ্যাভিনিউ, বিধান সরণীর একাংশ, শিয়ালদহ, মৌলালী সহ বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। দুপুর ১২টার পর থেকে এই সমস্ত রাস্তা এড়িয়ে যাওয়াই ভালো।

Related Articles