Sambad Samakal

Mamata: ভারতীয় সংবিধানকে পাশে নিয়ে ধর্নায় মমতা, মঞ্চে পুরোভাগে কারা?

Mar 29, 2023 @ 1:06 pm
Mamata: ভারতীয় সংবিধানকে পাশে নিয়ে ধর্নায় মমতা, মঞ্চে পুরোভাগে কারা?

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার ভারতীয় সংবিধান। ঠিক যেন এই বার্তা দিতেই সংবিধানকে পাশে নিয়ে কলকাতায় আম্বেদকরের মূর্তির সামনে ধর্না কর্মসূচী শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে ১২টা নাগাদ তিনি ধর্নামঞ্চের কাছে উপস্থিত হন। এরপরে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে অবস্থান শুরু করেন। ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পাশেই রয়েছে ভারতীয় সংবিধান।

এদিনের ধর্নামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন রাজ্যের দু’ই মন্ত্রী ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। এছাড়াও রয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, ইন্দ্রনীল সেন, বীরবাহা হাঁসদা, বাবুল সুপ্রিয় সহ অন্যন্যরা। একাধিক সাংসদ ও বিধায়করাও উপস্থিত রয়েছেন। সরকারের সঙ্গেই দলের প্রায় প্রতিটি জেলার শীর্ষ নেতৃত্বকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে দেখা যাচ্ছে। একটানা ৩০ ঘণ্টা চলবে এই ধর্না-অবস্থান।

Related Articles