রেড রোডের ধর্না মঞ্চ থেকেই ডিএ আন্দোলনের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, বাম আমলে যাঁরা “চিরকুটে” চাকরি পেয়েছেন, তাঁরাই ডিএ আন্দোলনের পুরভাগে বলেও তোপ দাগেন মমতা। তাঁর কটাক্ষ, ‘‘চিরকুটে চাকরি! পেনশন-বেতন নিয়ে আরও চাই?’’
আন্দোলনকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই দুরবস্থা নিয়েও ১০৬ শতাংশ ডিএ দিয়েছি। তার পরেও চাওয়া থামছে না? কথায় কথায় পেন ডাউন? জনগণের টাকা নিয়ে আপনারা কাজ বন্ধ করতে চাইছেন?” মনে করিয়ে দেন, “এক তারিখ হলে আগে বেতন পেতেন না। এখন এক তারিখে পেনশনও পান! তার পরও আপনাদের চাই?’’
