Sambad Samakal

TMC: চোপড়ায় তৃণমূলের দলীয় বৈঠকে গুলি! মৃত্যু দলীয় কর্মীর

Mar 30, 2023 @ 4:16 pm
TMC: চোপড়ায় তৃণমূলের দলীয় বৈঠকে গুলি! মৃত্যু দলীয় কর্মীর

উত্তর দিনাজপুরের চোপড়ায় তৃণমূলের বৈঠকে গুলি! জানা যাচ্ছে, এদিন দিঘাপানা এলাকায় বুথ কমিটির একটি বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকের শেষে আচমকা গুলি চলে বলে অভিযোগ। গুলি লেগে মৃত্যু হয়েছে ফাইজুল রহমান নামের এক তৃণমূল কর্মীর। আরও বেশ কয়েক জন গুরুতর ভাবে জখম হয়েছেন বলে খবর। তাঁদের দ্রুত ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বুথ কমিটির বৈঠক চলাকালীনই বিতর্কে জড়িয়ে পড়ে তৃণমূলের দু’ই গোষ্ঠী। বৈঠক শেষে আচমকাই এলোপাথাড়ি গুলি চালনা শুরু হয়। খবর পেয়ে চোপড়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। কে বা কারা গুলি চালালো, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে জেলা পুলিশ।

Related Articles