হাওড়া কাণ্ডে এবার অভিষেকের নিশানায় বিজেপি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে করা বার্তা দিয়েছেন। তিনি লেখেন, “বিজেপির দাঙ্গাবাজি ফর্মুলা আবার কাজ শুরু করেছে। এক সম্প্রদায়ের বিরুদ্ধে আরেক সম্প্রদায়কে প্ররোচিত করার ফর্মুলা। অস্ত্র সরবরাহ করে উত্তেজনা ইচ্ছাকৃতভাবে বাড়ানোর ফর্মুলা। যাতে এর থেকে রাজনৈতিক ফায়দা লোটা যায়।” যদিও খবর লেখা পর্যন্ত এবিষয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>