Sambad Samakal

Howrah: হাওড়া কাণ্ডে রাজ্যপালের “বিশেষ সেলে”র বৈধতা নিয়ে প্রশ্ন তৃণমূলের

Apr 1, 2023 @ 4:08 pm
Howrah: হাওড়া কাণ্ডে রাজ্যপালের “বিশেষ সেলে”র বৈধতা নিয়ে প্রশ্ন তৃণমূলের

রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় বৃহস্পতি ও শুক্রবার দফায় দফায় উত্তপ্ত হয় হাওড়ার শিবপুর এলাকা। তারপরেই শুক্রবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে হাওড়া কাণ্ডে প্রতি মুহূর্তের ঘটনা জানতে রাজভবনের তরফে ‘বিশেষ সেল’ খোলার কথা ঘোষণা করেন রাজ্যপাল রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর তার পরেই এই “বিশেষ সেলে”র বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। এমনকী, এই ঘটনার মাধ্যমে রাজ্যপাল “সমান্তরাল প্রশাসন” চালানোর ইঙ্গিত দিয়েছেন বলেও গুঞ্জন রাজনৈতিক মহলে।

ঘাসফুল শিবিরের প্রশ্ন, আদৌ কি এমন সেল গঠনের বৈধ ক্ষমতা রয়েছে রাজ্যপালের? তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ শনিবার বলেন, ‘‘এই ভাবে বিশেষ সেল গঠনের কোনও বৈধ সংস্থান নেই আইনে। রাজ্যপাল তো রাজ্য প্রশাসনকে নিয়েই কাজ করেন। তবে তিনি যে সেল গঠন করেছেন সেটা মৌখিক না কি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটা দেখতে হবে।’’ একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করে কুণাল বলেন, ‘‘রাজ্যপাল সংবাদমাধ্যম বা অন্য কোনও বেসরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। সেটা যদি হয়, তবে সেই রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।’’

Related Articles