Sambad Samakal

Kolkata HC: হিংসার ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব, কী অবস্থান হাইকোর্টের?

Apr 3, 2023 @ 12:17 pm
Kolkata HC: হিংসার ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব, কী অবস্থান হাইকোর্টের?

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়া, রিষড়া ও ডালখোলা। এই ঘটনায় এবার সরাসরি রাজ্য সরকারর কাছ থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নির্দেশ দেন, আগামী বুধবারের মধ্যে রাজ্য সরকারকে লিখিত আকারে রিপোর্ট জমা জমা দিতে হবে।

এদিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে, কেন হাওড়া, হুগলি ও ডালখোলায় অশান্তির পরিস্থিতি তৈরি হল সেই বিষয়ে বস্তারিত ব্যখ্যা দিতে হবে রাজ্যকে। এছাড়াও ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই বিষয়েও উল্লেখ করতে হবে রিপোর্টে।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এদিন আদালতে জানান, শান্তিপূর্ণ ভাবে মিছিল করার জন্য পুলিশ অনুমতি দিয়েছিল। কিন্তু কিছু ব্যক্তি পুলিশের অনুমোদিত রুট ভেঙে অশান্তি পাকিয়েছে। আরও জানানো হয়েছে, ইতিমধ্যেই দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।

Related Articles