Sambad Samakal

Suvendu: সুপ্রিম ধাক্কা শুভেন্দুর! পঞ্চায়েত মামলায় কী অবস্থা আদালতের?

Apr 6, 2023 @ 4:04 pm
Suvendu: সুপ্রিম ধাক্কা শুভেন্দুর! পঞ্চায়েত মামলায় কী অবস্থা আদালতের?

বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার দেশের সর্বোচ্চ আদালতে ধাক্কা খেলেন তিনি। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানির জন্য মামলাটি ওঠে।

তবে এদিন সেই মামলা শোনার আগেই খারিজ করে দেন প্রধান বিচারপতি। বাংলার পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ একাধিক দাবি করেছিলেন শুভেন্দু। সেই দাবি শুনতেই চাইলনা সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। এই বিষয়ে আদালত কোনও ভাবেই হস্তক্ষেপ করবেনা। ওয়াকিবহাল মহলের মতে, এর ফলে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে আর কোনও বাধা রইল না কমিশনের।

Related Articles