Sambad Samakal

Weather: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, কতটা চড়বে তাপমাত্রা? কী জানাচ্ছে হাওয়া অফিস?

Apr 10, 2023 @ 7:54 am
Weather: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা, কতটা চড়বে তাপমাত্রা? কী জানাচ্ছে হাওয়া অফিস?

এপ্রিল মাসের শুরুতেই গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। পয়লা বৈশাখ পর্যন্ত লাগাতার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বলে আগেই জানিয়েছি আবহাওয়া দফতর। এরমধ্যেই জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। সোমবার হাওয়া অফিস জানাচ্ছে দুপুরের দিকে তীব্র হবে রোদের তেজ। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত জরুরি কাজ ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। শুষ্ক আবহাওয়ায় অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকবে।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৬ শতাংশ।

Related Articles