মঙ্গলবার সকালে আচমকাই রাজভবনে উপস্থিত হলেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। জানা যাচ্ছে, এদিন সকালে মুখ্যসচিবকে জরুরি ভিত্তিতে তলব করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে উপস্থিত হওয়ার পরে দীর্ঘক্ষণ আলোচনা হয় রাজ্যপাল ও মুখ্যসচিবের মধ্যে।
সূত্রের খবর, রামনবমীতে হাওড়া ও হুগলির অশান্তি সংক্রান্ত রিপোর্ট এদিন রাজ্যপালের সামনে পেশ করেন মুখ্যসচিব। বর্তমান পরিস্থিতি সম্পর্কেও মুখ্যসচিবের কাছ থেকে জানতে চান রাজ্যপাল। দীর্ঘক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়। যদিও এই বৈঠকের বিষয়বস্তু নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি রাজ্যপাল বা মুখ্যসচিব।