Sambad Samakal

TET Exam: টেট পরীক্ষায় ভুল ৬ প্রশ্ন! নম্বর নিয়ে কী নির্দেশ হাইকোর্টের?

Apr 13, 2023 @ 6:48 pm
TET Exam: টেট পরীক্ষায় ভুল ৬ প্রশ্ন! নম্বর নিয়ে কী নির্দেশ হাইকোর্টের?

টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল! সেই প্রশ্নের উত্তর দেওয়া সমস্ত পরীক্ষার্থীদের বাড়তি নম্বর দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। জানা যাচ্ছে, ২০১৪ সালের টেটে ৬টি ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের বাড়তি নম্বর দেওয়ার নির্দেশ দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

টেট পরীক্ষার কয়েকটি প্রশ্নে ভুল রয়েছে, এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হন বেশ কিছু পরীক্ষার্থী। প্রশ্নগুলি আদৌ ভুল কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখতে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে একটি কমিটি গঠন করেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। ওই কমিটির তরফে হাইকোর্টে জানানো হয়, ২০১৪ সালের টেট পরীক্ষায় মোট ৬টি প্রশ্ন ভুল ছিল। এর সিদ্ধান্তের প্রেক্ষিতে শুধুমাত্র মামলাকারীদের ভুল প্রশ্নের জন্য বাড়িতে নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।

Related Articles