তৃণমূলের চাপের মুখে দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার সূচি বদল করতে বাধ্য হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ। শুক্রবার বীরভূম সফরে আসছেন অমিত শাহ। সেখান থেকে ফিরে পরদিন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল তাঁর। কথা ছিল, শনিবার, পয়লা বৈশাখের সকাল সাড়ে ১০ টা নাগাদ মন্দিরে যাবেন তিনি। কিন্তু এই সফরসূচি ঘোষণা হতেই তৃণমূলের তরফে প্রবল আপত্তি তোলা হয়। ঘাসফুল শিবিরের যুক্তি ছিল, উৎসবের দিন ভোর থেকে অগনিত ভক্ত মা ভবতারিণীর পুজো দিতে দক্ষিণেশ্বর মন্দিরে হাজির হন। সেক্ষেত্রে ওইদিন সকালে স্বরাষ্ট্র মন্ত্রী মন্দিরে এলে তাঁর নিরাপত্তার কড়াকড়িতে প্রবল গরমের মধ্যে চরম দুর্ভোগের মুখে পড়বেন পুণ্যার্থীরা। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পয়লা বৈশাখে দক্ষিণেশ্বর মন্দিরে শাহর সফর ঘিরে প্রকাশ্যে আপত্তির কথা জানিয়েছিলেন। বিষয়টি নিয়ে গোটা বাংলা, এমনকী বিজেপির অন্দরেও অসন্তোষ দানা বেঁধেছিল। অবশেষে বৃহস্পতিবার বিজেপির তরফে শাহর সফর সূচির পরিবর্তনের কথা জানানো হয়। ঘোষণা করা হয়, শনিবার সকালে নয়, শুক্রবার সন্ধ্যায় বীরভূম থেকে ফিরেই দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবেন শাহ। বিজেপি সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>