Sambad Samakal

Rajbhavan Kolkata: পয়লা বৈশাখে সাধারণের জন্য খুলে গেল রাজভবনের দরজা, কীভাবে যাবেন ‘হেরিটেজ ওয়াকে’?

Apr 15, 2023 @ 6:57 pm
Rajbhavan Kolkata: পয়লা বৈশাখে সাধারণের জন্য খুলে গেল রাজভবনের দরজা, কীভাবে যাবেন ‘হেরিটেজ ওয়াকে’?

পূর্ব ঘোষণা মত পয়লা বৈশাখের দিনই কলকাতার রাজভবনের দরজা খুলে গেল সাধারণের জন্য। এবার থেকে রাজভবনের অন্দরমহল ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। অংশ নিতে পারবেন ‘হেরিটেজ ওয়াক’এ। শনিবার সকাল সাড়ে ১০টায় রাজভবনের দরজা খোলার পরে মোট ৩০ জন প্রথম হেরিটেজ ওয়াকে অংশ নেন। যার মধ্যে ছিলেন একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

জানানো হয়েছে, প্রতি শনিবার বিকেলে সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত রাজভবনের দরজা খোলা থাকবে সাধারণের জন্যে। প্রথম কয়েক সপ্তাহ কেবল আমন্ত্রিতরা ঢুকতে পারলেও, পরে প্রবেশাধিকারের জন্য রাজভবনের ওয়েবসাইট থেকে অনলাইনে বুকিং করতে পারবেন সকলে। প্রতিটি হেরিটেজ ওয়াকে অংশ নিতে পারবেন মোট ৩০ থেকে ৩৫ জন। ঘুরে দেখতে পারবেন রাজভবনের ভেতরে থাকা সমস্ত ঐতিহাসিক স্থান।

Related Articles