Sambad Samakal

Recruitment Scam: দেড় দিন পরে পুকুর ছেঁচে উদ্ধার মোবাইল! কী রয়েছে বিধায়কের ফোনে?

Apr 16, 2023 @ 10:18 am
Recruitment Scam: দেড় দিন পরে পুকুর ছেঁচে উদ্ধার মোবাইল! কী রয়েছে বিধায়কের ফোনে?

নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআইয়ের গোয়েন্দারা। দেড় দিন পরে রবিবার সকালে বিধায়কের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে পুকুর থেকে। তবে এখনও দ্বিতীয় মোবাইল ফোনের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। এতটা সময় জল-কাদায় থাকার পরে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি থেকে তথ্য খুঁজে বের করাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ সিবিআইয়ের কাছে।

তদন্তকারীদের দাবি, বিধায়কের মোবাইল ফোনে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। কোন কোন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে বিধায়কের যোগাযোগ ছিল, আদৌ কোনও এজেন্টের সঙ্গে কথা বলতেন কিনা, সেই বিষয়টি নিশ্চিত করতে মোবাইল ফোনে থাকা তথ্য তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন তদন্তকারীরা। সবমিলিয়ে নিয়োগ দুর্নীতির নেটওয়ার্ক খুঁজে বের করতে এই মুহূর্তে মরিয়া সিবিআই।

Related Articles