Sambad Samakal

Heat Stroke: সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে হিটস্ট্রোকে মৃত ১১! দায় কার?

Apr 17, 2023 @ 1:04 pm
Heat Stroke: সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে হিটস্ট্রোকে মৃত ১১! দায় কার?

প্রবল গরমের মধ্যে খোলা আকাশের নীচে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কয়েক হাজার মানুষ। আর সেখানেই হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১১ জনের! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নভি মুম্বইয়ে। সেখানে রবিবার ভূষণ অ্যাওয়ার্ড প্রদাণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে সহ অনেকে। বক্তাদের জন্য ছাউনির ব্যবস্থা করা হলেও, দর্শকদের বসতে হয়েছিল খোলা আকাশের নীচে।

অনুষ্ঠানের পরে প্রায় ৫০ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়। সোমবার সকালে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এখনও ২৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই সরকারি কর্ম-কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ মানুষ। কীভাবে এই তীব্র গরমের মধ্যে খোলা আকাশের নীচে সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হল, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দায় ঠেলাঠেলিও। মৃতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।

Related Articles